ম্যাচ হেরে কী বললেন রিয়াদ? 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১, ০৮:৩২ পিএম
ম্যাচ হেরে কী বললেন রিয়াদ? 

টানা দুই ম্যাচ জিতে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে ছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্যে নেমে হেরেছে ৫২ রানের বিশাল ব্যবধানে। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ড করেছে বাংলাদেশ। ম্যাচ শেষে হারের কারণ জানালেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। 

নিজেদের কন্ডিশনে মাত্র ১২৯ রান তাড়া করতে গিয়ে প্রথম দুই ওভারেই স্কোরবোর্ডে ভালো রান তুলেছিল লিটন ও নাঈম। ওপেনারদের এমন শুরুর পরেও দলের মিডল অর্ডাররা ব্যর্থ হয়েছে রান তাড়ায়। 

এ রান তাড়া করার সামর্থ্য দলের ছিল জানিয়ে মাহমুদউল্লাহ বলেন, "বোলাররা খুব ভালো করেছে, তারা তাদের ১৩০ এর মধ্যে আটকে দিয়েছে। শুরুটা আমাদের ভালো হয়েছিল কিন্তু আমরা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছি আর আমরা রান করতে পারিনি। আমার মনে হয় মিডল অর্ডার ভালোই ব্যাটিং করেছে। গত ম্যাচে টপ অর্ডার ভালো করেছিল। আজও ভালো শুরু করেছিল। আজ মিডল অর্ডারে পার্টনারশিপ হয়নি। আমাদের ইতিবাচক দিকগুলো খুঁজে বের করতে হবে এবং ভুল নিয়ে কাজ করতে হবে।"


সিরিজ জয়ের ব্যাপারে অধিনায়ক বলেন, "এখনও সিরিজের দুইটি ম্যাচ বাকি আছে। আশাকরি আগামী ম্যাচ আমরা জিতব ও সিরিজ নিজেদের করে নিব।"  

সিরিজের তৃতীয় ম্যাচ জিতে সিরিজ জয়ের আশা জিইয়ে রাখল ব্ল্যাক ক্যাপসরা। সিরিজে ২-১ এ এগিয়ে রয়েছে বাংলাদেশ।

পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ সেপ্টেম্বর। 

Link copied!